বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

প্রেস ক্লাব দুমকির কমিটি গঠন, সভাপতি হারুন সম্পাদক সাইফুল 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রেস ক্লাব দুমকির কমিটি গঠন, সভাপতি হারুন সম্পাদক সাইফুল 

এক বছর মেয়াদে পটুয়াখালীর দুমকিতে প্রেস ক্লাব দুমকির ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার প্রেস ক্লাব দুমকির হলরুমে প্রবীণ সাংবাদিক আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সকল সদস্যদের সম্মতিক্রমে দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মো. হারুন অর রশীদকে সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২০২৪ মেয়াদের জন্য ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী  কমিটি অনুমোদন করেন প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী মো. কামাল হোসেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. সহিদুল ইসলাম ( দৈনিক জনকণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (আনন্দ টিভি), অর্থ সম্পাদক মো. বাহাদুর (দৈনিক ভোরের পাতা), দপ্তর সম্পাদক  মো. সুমন মৃধা (দৈনিক সংবাদ সারাবেলা), আইসিটি সম্পাদক মো. জসীম উদ্দিন (দৈনিক আমার সংবাদ ), নির্বাহী সদস্য মো. জসীম উদ্দিন সুমন (দৈনিক বাংলাদেশ আলো ও নিউ ন্যাশন), নির্বাহী  সদস্য মো. মজিবুর রহমান (দৈনিক দেশ রুপান্তর)।

টিএইচ